কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন গৌরব ও ঐতিহ্যের প্রাচীন বিদ্যাপীঠ ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ’ ১৮৬৮ সালে প্রতিষ্ঠা করা হয়। অবিভক্ত বাংলার কাশিম বাজার স্টেট-এর জমিদার মহারাণী স্বর্ণময়ী পশ্চাৎপদ উত্তর জনপদের প্রজা সাধারণের সন্তানদের শিক্ষাদানের মহৎ উদ্দেশ্যে ৫ (পাঁচ) একর জমির উপর প্রতিষ্ঠা করেছিলেন, যা তৎকালীন বৃহত্তর রংপুর অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে। ব্রিটিশ আমলে গড়ে উঠা প্রতিষ্ঠানটি এক অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি হয়েছিল, যা এখনও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।