কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ’টি ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ঐতিহ্যমানের নিজস্বতার মজবুত ভিত তৈরি করা, আর কালের বিবর্তনের সঙ্গে রূপান্তরশীল থেকে পাঠদান অব্যাহত রেখেছে। ঐতিহ্য মানে নিজের শিকড় মাটির গভীরে গ্রথিত রেখে নিত্য-নতুন, ডাল-পাল বিস্তার করে নতুন নতুন সূর্যের পথ ধরে নতুন নতুন আকাশ আবিষ্কার করে আসছে। উলিপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ’ উত্তর জনপদের শিক্ষার্থীদের জন্য বহুকাঙ্খিত বিদ্যাতীর্থ। এ শিক্ষা প্রতিষ্ঠানের শত শত বিদ্যার্থী প্রতি বছর সাফল্যের স্বর্ণালি গন্তব্যে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালাভের সুষ্ঠু পরিবেশ এখানে রচিত হয়েছে বহু মানুষের ত্যাগে, শ্রমে ও মেধায়। ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ’ এর আদর্শ নবীন বিদ্যার্থীদের মানবতা বোধের মন্ত্রে উজ্জীবিত করা সংস্কারমুক্ত স্বাধীন চিন্তার মেধাবী, সৎ, সাহসী ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সম্মানিত শিক্ষকমন্ডলী সহ সংশ্লিষ্ট সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। তাই দেশ ও দশের কল্যাণব্রতে স্নিগ্ধ মানব সন্তান আমাদের আজ একান্তভাবে কাম্য। যাহারা গড়বে আমাদের কাঙ্খিত স্মার্ট শিক্ষা ব্যবস্থা, বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শে অনড় থেকে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা নিজের ভিত মজবুত রাখবো এ অঙ্গীকারে আমরা অবিচল। শিক্ষার্থীদের মেধা পরিচর্যার এক উৎকৃষ্ট কেন্দ্র এই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ নতুন সূর্যের দিকে অগ্রসরমাণ থাকবে এই আমার বিশ্বাস।